মাগুরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
শুক্রবার সকালে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের পাকা কাঞ্চনপুর গ্রামে জুনায়েদ (৯) এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বাড়ির পাশের মাঠে মটরের বিদুতের লাইন
পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ২১ পথচারীকে ২ হাজার ৫০ টাকা অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে পৌর শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সহ পুলিশ সদস্যসরা উপস্থিত ছিলেন।
এ দিকে কলাপাড়ায় প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের শতকার হার ৫০ শতাংশ। তারপরও সাধারন মানুষ মানছেনা স্বাস্থ্যবিধি।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপরও শহরে মাক্স বিহীন বিনা কারনে ঘোরা ফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইনে এসব পথচারীকে জরিামানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।