চট্টগ্রামে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে নগরীর বায়েজিদ বোস্তামি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার কয়েক’শ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসে পৌঁছেছেন সিলেট। আজ (বৃহস্পতিবার) রাত পৌনে ৮টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মন্ত্রীর সরকারি সফরসূচি অনুসারে, আজ সিলেটে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি। কাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী। শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট বেতার ও বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শনে যাবেন তিনি। বিকালে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন মন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।