Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিতর্কিত পাঠ্যসূচির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন বাস্তবায়ন হচ্ছে না-পীর সাহেব চরমোনাই

প্রণয়ন কমিটিতে ২ আলেম অন্তর্ভুক্ত করুন

প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিতর্কিত পাঠ্যসূচি সংশোধনী বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার বাস্তবায়ন কেন হচ্ছে না তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী পাঠ্যসূচি সংশোধন এবং জাতীয় পাঠ্যপুস্তক রচনা ও সম্পাদনা পরিষদে বিজ্ঞ ২ জন আলেমকে এখনো কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে না শিক্ষামন্ত্রীকে তা খতিয়ে দেখতে হবে। গতকালের দৈনিক ইনকিলাবে প্রকাশিত আলেম-ওলামাদের সাথে সাক্ষাতে প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেছিলেন, “বিতর্কিত পাঠ্যসূচি প্রণয়ন কমিটি থেকে অভিযুক্তদের বাদ দেয়া হবে এবং দু’জন অভিজ্ঞ আলেমকে পাঠ্যপুস্তক রচনা এবং সম্পাদনা পরিষদে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু প্রধানমন্ত্রীর এ নির্দেশনা কেন বাস্তবায়ন হচ্ছে না এবং কারা ঈমান ও ইসলাম বিনাশী চক্রান্তে জড়িত তাদের খুঁজে বের করে এখনও কেন বাদ দেয়া হয়নি এর দায়ভার শিক্ষা মন্ত্রণালয়ের। পীর সাহেব চরমোনাই বলেন, এদেশের ইসলামপ্রিয় জনতা দীর্ঘদিন পর্যন্ত ঈমান বিনাশী সিলেবাস সংশোধনের দাবিতে আন্দোলন করে আসছে। বছর শেষ হয়ে নতুন বছর শুরুর সময় হয়েছে, এখন পর্যন্ত সিলেবাস সংশোধন করা হয়নি। পুরান সিলেবাসে প্রকাশিত বই বিতরণের চেষ্টা করলে ঈমানদার জনতা তা মানবে না।
পীর সাহেব চরমোনাই বলেন, ৯৫ ভাগ মুসলমানের দেশে মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক্যবাদ এবং হিন্দুত্ববাদ শিক্ষা দিয়ে কারা ঈমান হরণের কাজে জড়িত তাদেরকে প্রকাশ্যে ইসলামের খাতিরে ইসলামপ্রিয় জনতা রাজপথে আন্দোলন গড়ে তুলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতর্কিত পাঠ্যসূচির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা কেন বাস্তবায়ন হচ্ছে না-পীর সাহেব চরমোনাই
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ