বান্দরবানের মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৪০টি গরু আটক করেছে আলীকদম বিজিবি

বান্দরবানের আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৪০টি গরু উদ্ধার করেছে আলীকদম বিজিবি । মঙ্গলবার
যশোরের শার্শায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রিপন হোসেন (৩০)নামে প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত আরও দুজন হলেন, হাবিবুর রহমান আশা (৩৫) ও নাজমুল ইসলাম (৩০)।
নিহত রিপন ঝিকরগাছা উপজেলার শরণপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২৮ জানুয়ারি)সকালে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নাভারন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আমিরুল ইসলাম বলেন, সাতক্ষীরা অভিমুখী একটি প্রাইভেট কার ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনজন । স্থানীয়রারা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান রিপন হোসেন। বাকী দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।