মঠবাড়িয়ায় বাসচাপায় নিহত ১, আহত ২
পিরোজপুরের মঠবাড়িয়ার চরখালী-মঠবাড়িয়া সড়কের মুসল্লিবাড়ি লালপুল নামক স্থানে শুক্রবার সকালে হানিফ পরিবহনের পাথরঘাটাগামী একটি বাসচাপায় হারুন অর রশীদ শেখ (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।
প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামণ নারায়ণগঞ্জে বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৬৭ জনের। এতে আক্রান্ত হয়েছে ১৭৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬৩৩ জন। সুস্থ হয়েছে ২৬ হাজার ৪৩২জন.। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩২৭ জনের আছে। এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ২২৭।শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছে
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৮ জন ও আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৮৩ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৮ জন, বন্দরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭১ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৩ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬০ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।