Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আনোয়ারায় আড়াই লক্ষাধিক টাকার জাল জব্দ

আনোয়ারা(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ৫:১৮ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা মৎস্য অফিস ও প্রশাসনের যৌথ অভিযানে আড়াই লক্ষাধিক টাকা মূল্যে ৫ টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠানমাঝির ঘাট ও ব্যাঘের ঘাট এলাকার বঙ্গোপ সাগরে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম, নৌ- পুলিশের এ.এস.আই কামাল উদ্দিন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক জানান, বঙ্গোপ সাগরে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে আড়াই লক্ষাধিক টাকা মূল্যেও ৫ টি বহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল সমূহ পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জব্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ