Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খাগড়াছড়ি নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২২, ৬:৫০ পিএম

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে ভাই-বোন সহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- পানছড়ির ছোট ধন পাড়ার পূর্ণ সাধন চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৮ জানুয়ারি (শুক্রবার) দুপুরে উপজেলার কলেজ গেইট সংলগ্ন চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে ৩ শিশু পানিতে ডুবে যায়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
মৃত জরজরি চাকমা উপজেলার সত্যধন পাড়ার স্বপন চাকমার সন্তান। অপরদিকে মৃত পিবির চাকমা ও প্রজ্ঞা চাকমা ভাই-বোন৷ তারা লৌগাং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণ সাধন চাকমার সন্তান৷
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতে ডুবে মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ