ছাতকে বন্যায় বেড়েছে দূর্ভোগ: দোয়ারায় সেতু ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জের ছাতকে বন্যায় বেড়েছে মানুষের দূভোর্গ। উপজেলার প্রতিটি গ্রামের বসতবাড়িগুলোতে প্রবেশ করেছে পানি। রাস্তাঘাট ব্রিজ
রংপুরের বদরগঞ্জে মোবাইলে গেম খেলতে না দেয়ায় মেয়ে ডায়না (১৩) অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের শাহাপুর নামক মহল্লায় এ ঘটনা ঘটে। ডায়না শাহাপুর মহল্লার শ্রী লক্ষন চন্দ্রের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ডায়না মোবাইলে গেম খেলার কারণে মা পপি রানি মেয়ের হাত হতে মোবাইল কেড়ে নিলে মায়ের সাথে অভিমান করে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করলে তাৎক্ষণিক বাড়ির লোকজন ও এলাকাবাসী টের পেয়ে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. আজমিন নাহার লিন্ডা জানান, হাসপাতালে নিয়ে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।