সিলেটে বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসুন
সিলেটের বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। নেতৃদ্বয় বলেছেন, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি। এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮০৯ জন। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চট্টগ্রামের ১২টি ল্যাবে মোট দুই হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন শুক্রবার এ হার ছিল ৩১ দশমিক ৯৭ শতাংশ। তার আগে বৃহস্পতিবার এ হার ছিল ৩৫ দশমিক ৩৭ শতাংশ। আক্রান্তের সংখ্যা বাড়লেও সংক্রমণ শনাক্তের হার কমছে। গত ২৪ জানুয়ারি চট্টগ্রামে সংক্রমণের সব রেকর্ড ভেঙ্গে ৩৯ দশমিক ৯৫ শতাংশে উঠে। পাঁচ দিনের মাথায় তা ২৭ শতাংশে নেমে এসেছে। শুক্রবার চট্টগ্রামে চার জনের মৃত্যু হয়, ওইদিন শনাক্ত হয়েছে ১১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ৫৬১ জন এবং ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা এক লাখ ১৮ হাজার ১২ । মারা গেছেন এক হাজার ৩৫৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।