চাটমোহরে সর্প দংশনে দুই মহিলার মৃত্যু
পাবনার চাটমোহরে সর্প দংশনে দুই মহিলার মুত্যু হয়েছে। এর মধ্যে এক জন বৃদ্ধা ও অপর একজন গৃহবধূ। শনিবার উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামের মৃত রব্বেল প্রাং
শেরপুরের নালিতাবাড়ীতে কার্টুনে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১টার দিকে উপজেলার গাগলাজানি খরাঘাট ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, গাগলাজানি গ্রামের জেলে মুকুল হোসেন সকালে খরাঘাট ব্রিজের নিচে মাছ ধরছিল। মাছ ধরার একপর্যায়ে বেলা ১টার দিকে পানির নিচে কাটুন সদৃশ্য বস্তু হাতে লাগলে সে কিছু একটা আছে ভেবে ডাঙায় তুলে নিয়ে আসে। পরে ওই কার্টুন খুললে দুই নবজাতকের লাশ দেখতে পায়। এসময় সে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নবজাতকের লাশ দুটি উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ধারণা করা হচ্ছে, গত শুক্রবার গভীর রাতে কেউ লাশটি দুটি ফেলে রেখে যায়। লাশ দুটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।