Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেরপুরে মতবিনিময় সভা

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শেরপুর জেলা সংবাদদাতা

বিষমুক্ত ও অধিক ফসল ফলাতে জৈব সারের বিকল্প নেই, এই প্রতিপাদ্য বিষয়ের উপর স্থানীয় চাষি ও খুচরা সার ও কীটনাশক বিক্রেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নকলায়। গতকাল বুধবার সকালে উপজেলার বিআরডিবির হল রুমে মা’জিম জৈব সার এর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এ সময় প্রধান অতিথি ছিলেন মা’জিম এগ্রো ইন্ডাষ্ট্রিজ লি: এর ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোঘল জান রহমান। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ শরিফুর রহমান ও কৃষিবিদ মো. সোহেল তালুকদার, রোমান কুমার সরকার প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি, মাটির উর্বরতা ফিরিয়ে আনা এবং বিষমুক্ত খাদ্য উৎপাদনে জৈব সারের বিকল্প নেই বলে জানান। পরে মতবিনিময় সভা শেষে উপজেলার কয়েকজন সেরা কৃষকের মাঝে জৈব সার বিতরণ করা হয়। সভায় উপজেলার কয়েকজন বিসিআইস ডিলার, শতাধিক খুচরা সার ও কিটনাশক ব্যবসায়ী এবং জৈব সার প্রয়োগকারী কৃষক উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুরে মতবিনিময় সভা

৩ নভেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ