Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

লেবাননে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সাদ হারিরির নাম ঘোষণা

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লেবাননে সংসদের দুটি বড় অংশ তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মঙ্গলবার সুন্নী নেতা সাদ হারি’র নাম ঘোষণা করেছে। মিশেল আউন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ প্রক্রিয়া শুরু হয়। এর আগে হারিরি নেতৃত্বাধীন ফিউচার ব্লক ও খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ব্লক প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে হারিরি’র নাম ঘোষণা করে।
আউন প্রেসিডেন্ট হওয়ায় লেবাননের আড়াই বছরের প্রেসিডেন্টবিহীন অবস্থার আবসান হলো। হারিরি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সর্বোতভাবে আউনকে সহযোগিতা করে যাবেন। দেশটির সম্প্রদায়ভিত্তিক রাজনীতিতে সব সময় প্রধানমন্ত্রী হয়ে থাকেন সুন্নী সম্প্রদায়ের নেতারা। আউনের ঘনিষ্ঠ গেব্রান বাসিল বলেন, তারা প্রধানমন্ত্রী পদের জন্য হারিরিকে সমর্থন করছেন। সাংবাদিকদের তিনি বলেন, আমরা সবাই হারিরিকে ভোট দেবো এবং তার দুঃসময়ে পাশে থাকবো। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবাননে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সাদ হারিরির নাম ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ