Inqilab Logo

বুধবার, ১৭ আগস্ট ২০২২, ০২ ভাদ্র ১৪২৯, ১৮ মুহাররম ১৪৪৪
শিরোনাম

এবার সুপারহিরো ফিল্মে ডেকোটা জনসন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

‘ফিফটি শেডস’ সিরিজ এবং ‘সাসপিরিয়া’ তারকা ডেকোটা জনসনকে আগামীতে মারভেলের ‘ম্যাডাম ওয়েব’ ফিল্মে সুপারহিরোর ভূমিকায় দেখা যাবে। মারভেল সিনেমাটিক ইউনিভার্সের অনুপ্রেরণায় এটি হবে ‘স্পাইডার-ম্যান’ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট চরিত্র নিয়ে সোনির নিজস্ব একটি সিনেমাটিক ইউনিভার্সের অন্তর্ভুক্ত। স্পষ্টতই বোঝা যাচ্ছে, ‘ম্যাডাম ওয়েব’কে পর্দায় আনার জন্য সোনি একটু ভিন্ন পথে এগুবে। সামর্থ্যের দিক থেকে ম্যাডাম ওয়েব উচ্চ বুদ্ধি-বৃত্তিসম্পন্ন, অন্ধ মিউট্যান্ট যার ভবিষ্যৎ দেখার মত কিছু অলৌকিক ক্ষমতা আছে। সোনি পিকচার্সের সাম্প্রতিক ফিল্ম ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ নির্মিত হয়েছে মারভেল স্টুডিওর সঙ্গে যুক্ত হয়ে, এটি একই সঙ্গে ‘স্পাইডার-ভার্সের অন্তর্ভুক্ত। ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ বিশ্বব্যাপী ব্যাপক বাণিজ্যিক সাফল্য পেয়েছে যেটির আয় ১৭৪ কোটি ডলার। স্পাইডার-ভার্স অন্তর্ভুক্ত চরিত্রের মধ্যে থাকবে ক্রেভেন দ্য হান্টার, স্পাইডার-ওম্যান, নাইটওয়াচ এবং সিনিস্টার সিক্স। মারভেলের কমিক তালিকায় ‘ম্যাডাম ওয়েব’ যুক্ত হয় ১৯৮০’র নভেম্বরে। কাহিনীর রচয়িতা ডেনি ও’নিল, অঙ্কনশিল্পী জন রোমিটা জুনিয়র। চরিত্রের আসল নাম ক্যাসান্ডরা ওয়েব। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপারহিরো ফিল্মে ডেকোটা জনসন
আরও পড়ুন