Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আদালতে স্বীকারোক্তি পুত্রবধূ শাশুড়িকে গলা কেটে হত্যা করে

প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া গ্রামে পুত্রবধূই গলা কেটে হত্যা করেছে বৃদ্ধা শাশুড়ি ফাতেমা (৭৫)কে। গ্রেফতারকৃত নিহতের পুত্রবধূ রশিদা বেগম (৪৫) সংসারের ঝামেলামুক্ত করার জন্যই বৃদ্ধা শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। কাজিপুর থানার ওসি সমিত কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পুত্রবধূ রশিদা বেগম ও তার নাতি বউ রুনাকে ১৬৪ ধারায় জবানবন্দির জন্যে গতকাল বুধবার বিকেলে কোর্টে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে কাজিপুর উপজেলার নাটুয়ার পাড়া গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী বৃদ্ধা শাশুড়ি ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। পুলিশ নিহতের পুত্রবধূ রশিদা ও নাতি বউ রুনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে নাতি বউ রুনা এই ঘটনা তার শাশুড়ি রাশিদা নিজেই ঘটিয়েছে বলে পুলিশকে জানায়। এ ঘটনায় নিহতের পুত্র আব্দুর রহিম বাদী হয়ে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আদালতে স্বীকারোক্তি পুত্রবধূ শাশুড়িকে গলা কেটে হত্যা করে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ