কক্সবাজারের ঈদগাঁওতে জমির বিরোধকে কেন্দ্র করে মা-মেয়ে খুন

কক্সবাজার সদরের ইসলামাবাদে জমির বিরোধকে কেন্দ্র করে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৯ জানুয়ারি ২০ ইং
জাবি সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে জাবি সচেতন শিক্ষার্থীর ব্যানারে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
এতে রাস্তার দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়লে সাভার থানা পুলিশ এসে তাদের উঠিয়ে দেয়। এ বিষয়ে সাভার থানার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ বলেন, সরকার তাদের এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক থাকা সত্ত্বেও তারা এভাবে সড়ক অবরোধ করে জনগণকে ভোগান্তি দেয়া সম্পূর্ণ বেআইনি কাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।