যশোরে রিকসাচালকের মৃতদেহ উদ্ধার
যশোর চুড়ামনকাঠি বিজয়নগর ব্রিজের নিচে থেকে বিশ্বনাথ (৩৫) নামে এক রিকসাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করা হয়। চুড়ামনকাঠি রেললাইনের
মোংলায় ৪২ কেজি হরিণের গোশত জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার ডাংমারি এলাকায় অভিযান চালিয়ে এ গোশত জব্দ করা হয়। জব্দকৃত গোশত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুন্দরবন পূর্ব বনবিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ কেজি হরিণের গোশত জব্দ করা হয়েছে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ওই গোশত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।