Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাপানে চিপসের কারখানায় আগুন, চার কর্মী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৩ এএম

জাপানে একটি খাবারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, নিগাটা শহরে অবস্থিত কারখানাটির আগুন নেভাতে রাতভর কাজ করছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ৩০ জন কর্মী ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমরা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিখোঁজ দুই কর্মীকে খুঁজছে। ধোয়াতে অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় দমকলকর্মী বাহিনী জানায়, আগুন লাগার আট ঘণ্টা পরও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছিল।
একটি বিবৃতিতে দমকলকর্মী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা মোট ২২টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পাঠিয়েছি । দমকলকর্মীরা এখনও সেখানে কাজ করছে।
অগ্নিকাণ্ডের শিকার হওয়া কারখানাটি জাপানের সাংকো সিকা কোম্পানির। জাপানের অন্যতম বড় চিপসের কোম্পানি এটি। অগ্নিকাণ্ডের ঘটনা জাপানে খুব ঘটে না। জাপানে ভবন তৈরির নিয়ম-কানুন কঠোরভাবে মানা হয়। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ