সব ফ্রন্টে উল্লেখযোগ্য ক্ষতির মুখে ইউক্রেন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ গতকাল বলেছেন, ইউক্রেন সব ফ্রন্টে উল্লেখযোগ্য ক্ষতির
চীনের বিরুদ্ধে আলাদা ভাবে ইউক্রেনকে আক্রমণ করার বিষয়ে রাশিয়াকে পিছন থেকে মদত জোগানোর অভিযোগ আনল আমেরিকা। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘চীন যে ভাবে রাশিয়াকে পিছন থেকে আক্রমণের ইন্ধন জোগাচ্ছে তা নিন্দনীয়।’
এর পিছনে চীনের কোনও অন্তর্নিহিত উদ্দেশ্য আছে বলেও কিরবি মন্তব্য করেন। তিনি আরও জানান, আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন মঙ্গলবারই ইউক্রেন জটিলতা নিয়ে কথা বলতে ইউরোপের পথে পাড়ি দিয়েছেন। ইউরোপ পৌঁছে অস্টিন ব্রাসেলস্-এ নেটো-র মুখ্য কার্যালয়ে ইউক্রেন নিয়ে আলোচনায় বসবেন এবং সেখান থেকে পোল্যান্ড যাবেন।
পোল্যান্ডে, আমেরিকা আরও তিন হাজার সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করছে বলেও কিরবি জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘ইউক্রেন আক্রমণ নিয়ে যে রাশিয়া কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, তা আমেরিকা বিশ্বাস করে না। তবে রাশিয়া যদি আক্রমণ করে তা হলে তা যে কোনও দিন হতে পারে।’
তবে ইউক্রেন নিয়ে জটিলতা কথাবার্তা এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন, মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।