Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুন্দুজে ৩০ বেসামরিক নাগরিকের প্রাণহানি

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আফগানিস্তানে তালিবানবিরোধী মার্কিন বিমান হামলা
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির কুন্দুজ প্রদেশে এ হামলা চালানো হয়। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কুন্দুজের কেন্দ্রস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বুজ কান্দাহারি গ্রামে তালিবানদের সঙ্গে গত বুধবার সারারাত গুলি বিনিময় হয়। এই শহরটি গত মাসে দখল করে তালিবান যোদ্ধারা। প্রাদেশিক সরকারের মুখপাত্র মাহমুদ দানিশ জানিয়েছেন, আফগান সেনাবাহিনীর সহযোগিতায় সিনিয়র তালিবান নেতাদের লক্ষ্য করে বৃহস্পতিবার কুন্দুজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান । এতে ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ২৫ জন। তবে কুন্দুজের বাসিন্দাদের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সরকারি কর্মকর্তারা নিহতের যে সংখ্যা প্রকাশ করেছেন, আদতে সেই সংখ্যা আরো বেশি। গত বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। গুল আহমেদ নামে এক বাসিন্দা বলেন, এখানে যে লাশগুলো আপনার দেখছেন এগুলো হয় নারীর অথবা শিশুর। সব নিষ্পাপ শিশু ও নারীদের এখানে হত্যা করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কুন্দুজ শহরে তালিবান অবস্থান ধ্বংস ও তাদের অভিযান বাধাগ্রস্ত করার জন্য আফগান সেনাদের সঙ্গে একটি মিশন শুরু করার পর মার্কিন সেনারা গোলাগুলির মুখে পড়ে। তাদেরকে রক্ষার জন্য বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিক হতাহতের অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। অপর এক খবরে বলা হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে ন্যাটোর বিমান হামলায় বেশ কয়েকজন নারী ও শিশু নিহত হয়েছে। প্রাদেশিক মুখপাত্র মাহমুদ দানিশ জানান, গত বৃহস্পতিবার ভোরে এই বিমান হামলা চালানো হয়। ফরাসি বার্তা সংস্থাকে তিনি আরও বলেন, আফগান ও মার্কিন বাহিনী যৌথভাবে জ্যেষ্ঠ তালিবান কমান্ডারদের লক্ষ্য করে একটি অভিযান চালায়। বিবিসি, এএফপি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুন্দুজে ৩০ বেসামরিক নাগরিকের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ