Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভাগ্নে অভিষেকেই আস্থা রাখলেন মমতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৬ পিএম

দলের সাধারণ সম্পাদক হিসেবে ভাগ্নে অভিষেক ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক ব্যানার্জিকেই দায়িত্ব দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৩৪ বছর বয়সী অভিষেক মমতার ভাগ্নে ও একজন সংসদ সদস্য।
গেল বছরের মে মাসে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে মমতার তৃণমূল কংগ্রেস। এর এক মাস পর অভিষেককে দলের সাধারণ সম্পাদক করা হয়।
তবে মমতার ভাগ্নে অভিষেক ব্যানার্জি দলটিতে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা বললে এ নিয়ে দলের জ্যৈষ্ঠ ও তরুণ নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। আর এ বিরোধ দূর করতে মমতা গত সপ্তাহে তার পদ ছাড়া দলের সব পদ বাতিল করেন।
তৃণমূল কংগ্রেসের জ্যৈষ্ঠ নেতা যারা একসাথে দল ও সরকারের একাধিক পদে রয়েছেন তারা এ প্রস্তাবিত নীতির বিরোধিতা করেন। এর পরিবর্তে দল পরিচালনা করতে মমতা ২০ সদস্য বিশিষ্ট জাতীয় কার্যকরী কমিটি গঠন করেন।
শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের এক নেতা ইউএনবিকে বলেন, ‘কমিটির এক সভায় অভিষেককে দলের সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় মমতা সভাপতিত্ব করেন।’ সূত্র : ইউএনবি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মমতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ