Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নাইজেরিয়ার সেনাদের বিমান হামলায় নাইজারের ৭ শিশুর করুণ মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১৭ এএম

নাইজেরিয়া সেনাবাহিনীর চালানো বিমান হামলায় প্রতিবেশী দেশ নাইজারের ৭ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচ জন। খবর বিবিসি।

ডাকাত ও অপহরণকারী দলের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে নাইজেরিয়ান আর্মি, আর তাতেই দুর্ঘটনাবশত এই শিশুরা মারা যায় বলে দাবি করেছেন নাইজারের মারাডি অঞ্চলের গর্ভনর।
গভর্নর চাইবৌ আবুবাকার জানিয়েছেন, এই হামলায় ঘটনাস্থলেই চার শিুশ মারা যায়। বাকি তিনজন মারা গেছে হাসপাতালে। ঘটনার কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করার কথা জানিয়েছে নাইজেরিয়া কর্তৃপক্ষ।
নাইজার ও নাইজেরিয়া ডাকাত ও অপহরণকারীদের নির্মূল করতে ওই এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে। ২০১৮ সাল থেকেই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা টহল বাড়ানো হয়েছে। সূত্র : বিবিসি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ