Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্রেতাদের পদচারণা শুরু লেপ-তোষকের দোকানে

দামুড়হুদায় হালকা শীতের আমেজ

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নুরুল আলম বাকু, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) থেকে

চলতি মৌসুমে হেমন্তের প্রথম থেকেই দামুড়হুদায় হালকা শীতের আমেজ লক্ষ্য করা গেছে। সমুদ্রে সৃষ্ট নি¤œচাপের কারণে আকাশ কয়েকদিন মেঘলা ছিল। মেঘের প্রভাব কাটতেই শীতের আগমনী বার্তার সংকেত পাওয়া যাচ্ছে। মধ্যরাত থেকে ভোর হতেই হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। কিছুদিন থেকেই এ অঞ্চলে আবহাওয়ার যে পরিবর্তন হতে শুরু করেছে তা মূলত আসন্ন শীতকে স্বাগত জানাচ্ছে। রাতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে কুয়াশার পরিমাণ। সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু রোদ পড়ার সাথে সাথে চিকচিক করে উঠছে। বাংলা বর্ষপঞ্জী অনুযায়ী শীতকাল আসতে এখনও প্রায় দেড় মাস বাকি। শীত পড়া শুরু হলেই নানাপ্রকার শীতবস্ত্রের সাথে লেপ তোষকেরও দাম বাড়াতে থাকবে। তাই অনেকেই দাম বাড়ার আগেই লেপ-তোষক তৈরি শুরু করেছে। ইতোমধ্যেই দামুড়হুদার উপজেলা সদর, দর্শনা, কার্পাসডাঙ্গা, আটকবর, কুড়ালগাছি, মদনা, জয়রামপুরসহ বিভিন্ন এলাকার লেপ-তোষকের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে। ৭/৮ মাস কর্মহীন হয়ে বসে থাকা লেপ-তোষক তৈরির কারিগর ধুনুরিদের ব্যস্ততা ক্রমেই বাড়ছে। দিনের পর দিন পাল্লা দিয়ে বিভিন্ন জিনিষের দাম বাড়ছে। তাই লেপ তোষকের দামও গতবারের তুলনায় এবারও বেড়েছে। দর্শনা বাজারের বেশ কয়েকটি দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ৪ হাত বাই ৫ হাত লেপ তুলা ও কাপড়ের প্রকারভেদে ১হাজার ৫০ টাকা থেকে শুরু করে ১৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। গত বছরের চেয়ে এবার ২শ’ টাকা বেশি। প্রতিকেজি কার্পাস তুলা ১১০ থেকে ১৮০টাকা, শিমুল তুলা ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা, প্রকারভেদে গার্মেন্টস্ এর তুলা ১৫ টাকা থেকে শুরু করে ৭০ টাকা ও নারিকেলের ছোবড়া ২৫টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বর্তমানে গার্মেন্টস্রে তুলার দাম তুলনামুলকভাবে অনেক কম হওয়ায় নি¤œ ও মধ্য আয়ের বেশিরভাগ মানুষ এ তুলা দিয়েই লেপ তোষক তৈরি করছে। শীত আসছে তাই সদ্য বিবাহিত মেয়ে জামাইয়ের জন্য তো ভাল জিনিস চাই। তাদের বিদায় করতে তো আর খারাপ জিনিস দেয়া যায় না। তাই যে যার সাধ্যমত ভাল তুলা ও কাপড় দিয়েই লেপ তোষক তৈরি করে নিচ্ছে। এ ছাড়া অনেকে আবার পুরাতন লেপ-তোষক ভেঙে তার সাথে কিছু নতুন তুলা ও কাপড় দিয়ে নতুন করে তৈরি করে নিচ্ছে। এই দুর্মূল্যের বাজারে সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করেও যাদেরকে পরিবার পরিজনের মুখে দু’বেলা দু’মুঠো অন্নের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের অবশ্য এসব দামি দামি লেপ তোষকের দোকানে দেখা মেলে না। শীতের দিনে গার্মেন্টস্রে কম দামি তুলা ও স্বল্প দামের কাপড়ের তৈরি রেডিমেড লেপ, ফুটপাতের কমদামের কম্বল আর ছেঁড়া কাঁথাই তাদের সম্বল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রেতাদের পদচারণা শুরু লেপ-তোষকের দোকানে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ