প্রাক্তন স্বামীর বিয়ে: শুভেচ্ছা জানালেন শবনম ফারিয়া

ভালোবেসে ২০১৯ সালে শবনম ফারিয়া হারুন-অর-রশিদ অপুকে বিয়ে করলেও সংসার টেকেনি বেশিদিন। বিচ্ছেদের পর দ্বিতীয়
১. আনচার্টেড
২. ডগ
৩. স্পাইডার-ম্যান : নো ্ওয়ে হোম
৪. ডেথ অন দ্য নাইল
৫. জ্যাকঅ্যাস ফরেভার
আনচার্টেড
একই নামের ভিডিও গেম অবলম্বনে ফ্লেইশার পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম। ‘জম্বিল্যান্ড’ (২০০৯), ‘গ্যাংস্টার স্কোয়াড’ (২০১৩), ‘ভেনম’ (২০১৮), ‘দ্য মিউল’ (২০১৮), ‘জম্বিল্যান্ড :ডাবল ট্যাপ’ (২০১৯), ‘ভেনম :লেট দেয়ার বি কার্নেজ’ (২০২১) ফ্লেইশার পরিচালিত ফিল্ম।
নেট ওরফে নেথান ড্রেক (টম হল্যান্ড) তরুণ একজন বারটেন্ডার। তার পানশালায়ই ধনসম্পদ সন্ধানী ভিক্টর ‘সালি’ সালিভানের (মার্ক ওয়ালবার্গ) সঙ্গে সাক্ষাত হয়। তাদের হাতে এসে পড়ে এক প্রাচীন মানচিত্র। এই মানচিত্রেই রয়েছে হারিয়ে যাওয়া ধনসম্পদের খোঁজ। দুজনে বেরিয়ে পড়ে এক বিশ্বব্যাপী অভিযানে। এই অভিযানে বেরিয়ে তারা খোঁজ পাবে নেটের হারিয়ে যাওয়া ভাইয়ের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।