রাশিয়ার অগ্রাভিযানে আটকা পড়েছে ২ হাজার ইউক্রেনীয় সেনা

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, ইউক্রেনের বিশেষ অভিযানে লুহানস্ক এলাকার কৌশলগতভাবে
প্তচরবৃত্তিক তৎপরতার অভিযোগে জাতিসংঘে নিযুক্ত ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন সরকার। এর মাধ্যমে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্কে আরেক দফা উত্তেজনা বাড়াল ওয়াশিংটন। জাতিসংঘের মার্কিন মিশন বলেছে, এসব রুশ কূটনীতিক ‘গুপ্তচরবৃত্তিক তৎপরতার’ মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন। মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ডেলটন এক বিবৃতিতে বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনকে একথা জানিয়ে দিয়েছে যে, আমরা রুশ মিশনের ১২ জন ‘গোয়েন্দা কর্মী’ যারা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আবাসিক সুবিধা ব্যবহার করে গুপ্তচরবৃত্তিক তৎপরতা চালিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করছেন তাদেরকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে।” ডেলটন দাবি করেন, জাতিসংঘ সদরদপ্তরের নীতিমালা পরিপূর্ণভাবে অনুসরণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে একটি সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছিলেন তখন তাকে ফোন করে আমেরিকার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তাকে বলা হয়, ওই ১২ রুশ কূটনীতিককে আগামী ৭ মার্চের মধ্যে মার্কিন ভূখণ্ড ত্যাগ করতে হবে। নেবেনজিয়া মার্কিন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়ে বলেন, আমেরিকা তার দেশের বিরুদ্ধে ‘বিদ্বেষী’ আচরণ করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।