Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিশ্বনাথের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২লক্ষ ৮০হাজার টাকা বৃত্তি প্রদান

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ৬:০০ পিএম

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ৪র্থ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় দৌলতপুর দারুসসুন্নাহ দাখিল মাদরাসার হল রুমে আনুষ্ঠানিকভাবে দৌলতপুর ইউনিয়নের ২৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদরাসা ও ১টি ইবতেদায়ি মাদরাসার গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ২লক্ষ ৮০হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড অয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের সভাপতি মাওলানা মো: মখলিসুর রহমানের সভাপতিত্বে ও চাইলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টে জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোহাব্বত শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী, অত্র ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রউফ, ট্রাস্টের ট্রেজারার মো: জাহির আলী, ট্রাস্টের প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আবদুল হামিদ খান সুমেল, ট্রাস্টি মো: আবুল হোসেন মামুন, দৌলতপুর দারুসসুন্নাহ দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহাব উদ্দিন, চাউলধনী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলী, সহকারি শিক্ষক আলতাব হোসেন। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টান শেষে ট্রাস্টিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত করেন, অত্র মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মাহা উদ্দিন মাছুম। শিক্ষার্থীদের মাঝে মধ্য ভোজের আয়োজন করেন দৌলতপুর দারুসসুন্নাহ দাখিল মাদরাসার প্রতিষ্টাতা ও যুক্তরাজ্য প্রবাসি কদর উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃত্তি প্রদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ