Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

পুঠিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে পুঠিয়া পৌরসভা কার্যলয়ের সামনে আলোচনা সভায় পুঠিয়া পৌরসভার মেয়র আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক পুঠিয়া পৌর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা তমাল কান্তি, পৌসভার কাউন্সিলর কামাল হোসেন, ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পুঠিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের সমবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মেয়র আল মামুন বলেন, পুঠিয়া পৌরসভার ৮ জন মুক্তিযোদ্ধাদের তাদের বাড়ির টেক্স মৌকুফ করা ছাড়াও মৃত মুক্তিযোদ্ধাদের শোকা বার্তাসহ প্রতিবছর তাদের সম্মানির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন, পুঠিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল আলম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ