Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরিফে বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে ১২ মার্চ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:৫১ পিএম

দেশের ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরিফে ৩দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে ১২ মার্চ। ঐদিন বাদ ফজর পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফী মোহম্মদ মোহেব্বুল্লাহ ছাহেবর বয়ানের মাধ্যমে এ মহফিলের সূচনা হবে। তিন দিনের এ মাহফিলে দেশ বরেন্য ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করবেন।
এ মাহফিলে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুরিদান ছাড়াও মুমিন মুসলমানগন অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। মাহফিলে অংশগ্রহনকারী সকলকে ছারছিনা দরবার শরিফে খানা ছাড়াও অজু, গোসল ও এক সামিয়ানার নিচে নামাজ আদায়ের এন্তেজাম করা হচ্ছে। ইতোমধ্যে বিশাল এ দরবারর শরিফে আসন্ন ওয়াজ মাহফিলের সব আয়োজন প্রায় চুড়ান্ত করা হয়েছে।
ছারচিনার পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি মোঃ মোহেব্বুল্লাহ ছাহেব দল মত নির্বিশেসে সকলকে এ দরবার শরিফের আসন্ন বার্ষিক ওয়াজ মাহফিলে সকলকে দাওয়াত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ