Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

নির্বাচিত হলে জলবায়ু চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচিত হলে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাতিল করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু উষ্ণতা বিষয়ক প্যারিস চুক্তি সারাবিশ্বে আইনে পরিণত হওয়ার আগে এই ঘোষণা দেন ট্রাম্প। জলবায়ু উষ্ণতা বিষয়ক মরক্কোতে দুই সপ্তাহব্যাপী সম্মেলন হওয়ার কথা রয়েছে। যেখানে জলবায়ু উষ্ণতা রোধ বিষয়ক চুক্তিপত্রে স্বাক্ষর করবে উন্নত বিশ্বের দেশগুলো। কিন্তু জলবায়ু পরিবর্তন বিষয়টিকে ‘ধাপ্পাবাজি’ বলে মনে করেন ট্রাম্প। আর সে কারণেই এ ধরনের কোনো চুক্তিতে তিনি প্রেসিডেন্ট হলে স্বাক্ষর করবেন না বলেও জানান তিনি। উল্টা শপথ করে বলেন, এ ধরনের যে কোনো চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বিরত রাখবেন। প্রেসিডেন্ট হলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কী কী কাজ করবেন, তা ফলাও করে প্রচার করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তার এসব প্রচার কখনো কখনো তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। তবে বিষয়টিকে কখনই পাত্তা দেননি ট্রাম্প। উল্টা নিজের যুক্তির পক্ষেই অবস্থান করেছেন। নারী বিষয়ে অতীতে করা নিজের মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। তবে মেক্সিকোর-আমেরিকান বা মুসলিমদের নিয়ে করা কোনো মন্তব্যর জন্য ক্ষমা চাননি। উল্টো বলেছেন, আমেরিকা তার আগের গৌরব ফিরে পেতে চাইলে তার দেখানো পথেই চলতে হবে বলেও মনে করেন ট্রাম্প। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নানা রকম বিভ্রান্তিকর ও অবমাননাকর বক্তব্য দিয়ে নানা মহলে বিস্তর সমালোচিত হয়েছেন। তিনি কখনোই তার বিতর্কিত বক্তব্যের জন্য অনুশোচনা করেন না, ক্ষমাও চান না। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তেও তিনি তার পূর্ববর্তী অবস্থানে অনড় রয়েছেন। এবার তিনি জলবায়ু চুক্তির মতো একটি অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির বিরুদ্ধে নেমেছেন। বলেছেন, ভোটে বিজয়ের মাধ্যমে হোয়াইট হাউসে যেতে পারলে তিনি জলবায়ু চুক্তিহ বাতিল করে দেবেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত হলে জলবায়ু চুক্তি বাতিল করার ঘোষণা ট্রাম্পের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ