Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আর্থিক প্রতিষ্ঠানকে আমানত সংগ্রহে অনৈতিক ব্যয় বন্ধের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

আমানত সংগ্রহে অগ্রহণযোগ্য ও অনৈতিক ব্যয় বন্ধ করতে দেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার তারা এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের লক্ষ্যে কমিশন, উন্নয়ন ব্যয়, ব্যবসা উন্নয়ন খরচ ইত্যাদি বিভিন্ন খাত/ শিরোনামে অর্থ ব্যয় করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। বর্ণিত কার্যক্রমের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলো অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বাড়াচ্ছে। এতে তাদের ঋণ/বিনিয়োগের সুদ/মুনাফার হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।
বর্ণিত প্রেক্ষাপটে, এ মর্মে সিদ্ধান্ত হয়েছে যে, দেশের সব আর্থিক প্রতিষ্ঠান আমানত আহরণে তাদের ঘোষিত সুদ/মুনাফা হার ছাড়া কোনো প্রচ্ছন্ন ব্যয় (কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয় বা যে নামেই অভিহিত করা হোক না কেন) নির্বাহ করবে না।
এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের সুদ/মুনাফার হার সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক প্রতিষ্ঠানকে আমানত সংগ্রহে অনৈতিক ব্যয় বন্ধের নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ