Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খুলনায় নারীকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামীর মৃত্যুদন্ড

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১:১০ পিএম

খুলনার ডুমু‌রিয়ায় সাবেক স্ত্রী হত্যার দায়ে লিটন মোল্লা নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দি‌য়ে‌ছেন আদালত। আজ মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসা‌মি আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

আদাল‌তের এ‌পি‌পি এম ই‌লিয়াস খান ও শা‌ম্মি আক্তার জানান, নিহত পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত‌্যাকা‌ন্ডের পাচ বছর পূ‌র্বে তা‌দের বি‌য়ে হয়। বি‌য়ের সময় পারভীন আ‌গের ঘ‌রে আট বছ‌রের এক‌টি কন‌্যা সন্তান নি‌য়ে ওই ঘ‌রে ও‌ঠে। বি‌য়ের পর কিছু‌দিন ভালভা‌বে চল‌লেও প‌রে তা‌দের ম‌ধ্যে মত‌বি‌রোধ দেখা দেয়। এ নি‌য়ে প্রায়ই উভ‌য়ের ম‌ধ্যে কলহ বিবাদ ঘ‌টে। স্থানীয়ভা‌বে মিমাংসা করার চেষ্টা ক‌রে ব‌্যর্থ হয় লিটন মোল্লা।

হত‌্যাক‌ন্ডের এক সপ্তাহ আ‌গে পারভীন স্বামী‌কে তালাক দেয়। এ নি‌য়ে ক্ষুব্ধ হয় লিটন। হত‌্যার প‌রিকল্পনা কর‌তে থা‌কে সে। ২০২১ সা‌লের ১৫ জুন রা‌তে পারভীনকে হত‌্যার জন‌্য বা‌ড়ি থে‌কে শাবল ও ধারা‌লো ছু‌রি নেয় লিটন। রাত একটার দি‌কে ডুমু‌রিয়া ম‌হিলা ক‌লে‌জের পাশ জ‌নৈক শামসুর রহমা‌নের ভাড়া বা‌ড়ি‌তে এ‌সে পারভীন‌কে ডাক‌তে থা‌কে। সাড়া দি‌য়ে সে আবার ঘু‌মি‌য়ে থা‌কে একপর্যায়ে শাবল দি‌য়ে ঘ‌রের দরজা ভে‌ঙ্গে ফে‌লে লিটন। তা‌কে অস্বাভা‌বিক দেখ‌তে পে‌য়ে পলা‌নোর চেষ্টা ক‌রে ব‌্যর্থ হয় পরভীন। হা‌তের নাগা‌লে পে‌য়ে ধারা‌লো ছু‌রি দি‌য়ে শরী‌রের বি‌ভিন্নস্থা‌নে কোপা‌তে থা‌কে সে। এরপর মৃত‌্যু নি‌শ্চিত করার জন‌্য পাশের রান্না ঘর থে‌কে কাঠ এনে মাথায় আঘাত করে‌তে থা‌কে।

বাই‌রে চিৎকার শু‌নে নিহ‌তের আট বছর বয়সী কন‌্যার ঘুম ভে‌ঙ্গে যায়। তার চিৎকার শু‌নে অন‌্যান‌্যরা এ‌গি‌য়ে এসে পারভীনকে জখম অবস্থায় উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য হাসপতা‌লে প্রেরণ কর‌লে সেখানকার কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। নিহ‌তের বড় মে‌য়ে, লিটন‌কে আসা‌মি ক‌রে হত্যা মামলা দা‌য়ের ক‌রে। একই বছ‌রের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা লিটন‌কে অ‌ভিযুক্ত ক‌রে আদাল‌তে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রেন। ১৮ জন আদল‌তে স্বাক্ষ‌্য দি‌য়ে‌ছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদন্ড

১৮ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ