সিলেটে ৩৫ হাজার ৬৮৫ জন মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে

ভারী বর্ষণ আর সীমান্তের ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে
মাগুরার শ্রীপুর উপজেলার মাটিকাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মেসার্স খাঁন ট্রেডার্স নামক সার ও কীটনাশকের দোকানে নকল কীটনাশক রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত একই সময়ে উক্ত ডিলারের বাড়িতে অভিযান চালিয়ে নকল কীটনাশকের কারখানা পেয়ে দোকান ও কারখানা সীলগালাসহ কীটনাশকের লাইসেন্স জব্দ করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব শ্যামানন্দ কুন্ডু। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন সঙ্গে ছিলেন ।
উল্লেখ্য, গত সপ্তাহে ঐ দোকানের কীটনাশক ব্যবহার করে উপজেলার কমলাপুর ও ঘাসিয়াড়া মাঠের অন্তত ১০ জন কৃষকের প্রায় ৭ একর জমির পেঁয়াজ একেবারে নষ্ট হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।