শেরপুরে প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রীর, ঘাতক প্রেমিক আটক

শেরপুরের নকলায় প্রেমিক আরিফুল ইসলামের (২৮) ছুরিকাঘাতে সোহাগী আক্তার(২২) নামে এক কলেজছাত্রী খুন হয়েছেন। এ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কাল বৃহস্পতিবার, ১৭ মার্চ। দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নিচ তলায় বিশেষ দোয়া মাহফিল ও শিরনী বিতরণসহ অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ, ওয়ার্ডগুলোতে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালন, বিকেল ৪টায় আউটডোর স্টেডিয়ামে জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ।
এসব কর্মসূচিতে নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য এবং প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জন্মবার্ষিকী উপলক্ষে নিজস্ব কর্মসূচি আয়োজনের জন্য ওয়ার্ড নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।