অধিকৃত কাশ্মীরে জি-২০ শীর্ষ সম্মেলন করার ভারতীয় পরিকল্পনার নিন্দা করেছে চীন
-(5).jpg)
ভারত কতৃক অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজনের ভারতীয় প্রস্তাবের সমালোচনা করেছে
বিশ্বব্যাপি ব্যবসাক্ষেত্রে আলোচিত কোম্পানী অ্যাপল এপ্রিল থেকে চেন্নাইয়ের ফক্সকন প্ল্যান্টে আইফোন-১৩ উৎপাদন শুরু করবে। ফোনগুলো হবে দেশীয় ও রপ্তানি বাজার উভয়ের জন্য। –বিজনেস স্ট্যান্ডার্ড
ভারতে কোম্পানির কার্যক্রম চালু হওয়ার সাত মাসের মাথায় অ্যাপল এপ্রিল থেকে চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুরের ফক্সকন প্ল্যান্টে আইফোন ১৩ তৈরি শুরু করবে বলে আশা করা হচ্ছে, সূত্রের খবর। তারা জানান, ফোনগুলো হবে দেশীয় ও রপ্তানি বাজার উভয়ের জন্য।
চেন্নাই প্ল্যান্টে আইফোন ১২-এর উৎপাদন জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বরে নারী কর্মীদের খাদ্যে বিষক্রিয়ার প্রতিবাদের পর অ্যাপল উৎপাদন স্থগিত করেছিল। তাদেরকে তা স্থগিত করতে হয়েছিল। এবিষয়ে জানতে অ্যাপলের একজন মুখপাত্রকে ই-মেইল করলে তিনি প্রশ্নের জবাব দেননি। অ্যাপল এই সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ওই কারখানাটিকে বন্ধ করে রাখা হয়েছিল বলে জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।