Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:১০ এএম

১. দ্য ব্যাটম্যান
২. আনচার্টেড
৩. ডগ
৪. স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম
৫. ডেথ অন দ্য নাইল

ডেথ অন দ্য নাইল
কেনেথ ব্র্যানা পরিচালিত মার্ডার মিস্ট্রি ফিল্ম। নির্মিত হয়েছে আগাথা ক্রিস্টির একই নামের উপন্যাস (১৯৩৭) অবলম্বনে। ‘বেলফাস্ট’ (২০২১), ‘আর্টেমিস ফাওল’ (২০২০), মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ (২০১৭), ‘সিন্ডারেলা’ (২০১৩), ‘জ্যাক রায়েন’ (২০১৩), ‘থর’ (২০১১), ‘হ্যামলেট’ (১৯৯৬), ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (১৯৯৪), ‘মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং’ (১৯৯৩) এবং ‘হেনরি ফাইভ’ (১৯৮৯) ব্র্যানা পরিচালিত কয়েকটি চলচ্চিত্র। অনেকদিন প্রেম করার পর বিয়ে করে সায়মন ডয়েল (আর্মি হ্যামার) আর লিনেট রিজওয়ে (গ্যাল গ্যাডট)। নতুন দাম্পত্য জীবন স্মরণীয় করে রাখতে তারা মধুচন্দ্রিমাটি বিশেষভাবে করবে বলে ঠিক করে। নীল নদে এক নৌবিহারে তাদের মধুচন্দ্রিমা হবে বলে ঠিক হয়। নবদম্পতি উঠে পড়ে এসএস কারনাক নামের ক্রুজ শিপে। বিপত্তি ঘটে যায়। একটা খুন নৌবিহারে বড় ব্যাঘাত ঘটায়। বিশ্বখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারো (কেনেথ ব্র্যানা) তদন্তের ভার নেয়। তেমন কোনও সূত্র নেই সন্দেহভাজনের সংখ্যা কম নয়, এর মধ্যে একজন একজন ব্যর্থপ্রেমিকা জ্যাকলিন দে বেলাফর্ট (এমা ম্যাকি)। তার নিয়ম মত তদন্ত এগিয়ে নিয়ে যায় এরকুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড শীর্ষ পাঁচ

২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
২২ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২
১ জুলাই, ২০২২
২৪ জুন, ২০২২
৩০ এপ্রিল, ২০২২
২২ এপ্রিল, ২০২২
৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ