Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

চীনে উন্নত এলাকায় স্থানান্তর দরিদ্রদের

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : চীন দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষকে উন্নত ও সমৃদ্ধ এলাকায় নিয়ে আসছে। এ লক্ষ্যে দেশটি ২০২০ সাল পর্যন্ত বিনিয়োগ করবে ১৪০ বিলিয়ন ডলার। এএফপি। স¤প্রতি দেশটির সরকারি একটি পরিকল্পনায় এ তথ্য জানানো হয়। মূলত আগামী ২০২০ সাল নাগাদ এক কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার চীনের যে পরিকল্পনা তা পূরণের লক্ষ্য হিসেবেই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কয়েক বছরে দেশটি এক কোটি ২০ লাখের বেশি মানুষকে অপেক্ষাকৃত নিম্ন এলাকা থেকে উন্নত এলাকায় স্থানান্তর করেছে। এ বছর ২০ লাখ মানুষকে উন্নত এলাকায় স্থানান্তর করা হবে। দেশটির রাষ্ট্রীয় পরিকল্পনা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এক বিবৃতিতে আরো জানায়, ৯৪৬.৩ বিলিয়ন ইউয়ানের এ তহবিল প্রথমত বাড়ি নির্মাণে ব্যবহার করা হবে, এর পাশাপাশি অবকাঠামো ও মানুষের মৌলিক প্রয়োজন মেটাতে এ অর্থ ব্যয় হবে। এ বিনিয়োগে সহায়তা দিচ্ছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক এবং অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ব্যাংক অব চায়না। এ দুই প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে ঋণ দেবে ৩৪১.৩ বিলিয়ন ডলার এবং নির্মাণ বন্ড দেবে ৫০ বিলিয়ন ইউয়ান। এর পাশাপাশি বিভিন্ন প্রদেশের স্থানীয় সরকারগুলো এতে ২৮৫.৮ বিলিয়ন ইউয়ান সহায়তা দেবে। চীনের মোট ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৫ শতাংশ দরিদ্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে উন্নত এলাকায় স্থানান্তর দরিদ্রদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ