দিন দ্য ডে নিয়ে ব্যাপক প্রচার প্রচারণায় অনন্ত ও বর্ষা

জনপ্রিয় নায়ক, প্রযোজক, ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের ‘দিন- দ্য ডে’ সিনেমাটি ঈদে মুক্তি পাবে।
আজ মুক্তি পাচ্ছে করোনাকালীন লকডাউন নিয়ে নির্মিত সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি। সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম মন্ডল। এতে প্রথমবারের মতো নায়িকা হয়ে অভিনয় করেছেন বাংলাভিশনের সংবাদপাঠিকা রেহনুমা মোস্তফা। তার বিপরীতে নায়ক হিসেবে আছেন ইমন। করোনা মহামারির ওপর সিনেমাটি তৈরি হয়েছে। পরিচালকের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এই চলচ্চিত্র। তিনি বলেন, লকডাউন লাভ স্টোরি করোনার মহামারি নিয়ে সিনেমা। এমন কাজ আগে হয়নি। করোনাকালে ঘরবন্দী মানুষের ভালোবাসা কেমন ছিল সেই গল্পও উঠে এসেছে। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে। সিমোটি প্রযোজনায় আছে শাপলা মিডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।