Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোণার কলমাকান্দায় যুবলীগের হামলায় বিএনপির ২৭ নেতাকর্মী আহত

নেত্রকোণা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১২:২৪ পিএম

মহান স্বাধীনতা দিবসে শহীদ সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী যুবলীগের হামলায় বিএনপির ২৭জন নেতাকর্মী আহত হয়েছে।

বিএনপি নেতা লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা সৃতিসৌধে ফুল দিতে যাওয়ার পথে ধান মহালে পৌঁছলে কলমাকান্দা যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম আহ্বায়ক নাজিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ চন্দন মিয়া, কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আরাফাত রহমান, লালন মিয়া, সুজন মিয়া, মোসতাকিম, মোঃ আজিজুল, মোঃ কাইয়ুম, আরাফাত হাসান মৌলা, জান্নাতুল ইসলাম নাঈম, যুবদল নেতা কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রবিন, খারনৈ ইউনিয়ন ছাত্রদল সভাপতি তমাল হাসান, জিয়াদুল, সেচ্ছাসেবক দলের নেতা মামুন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান বাবু, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান বাবু, সেচ্ছাসেবক দলের নেতা মাছুম বিল্লাহ, ছাত্রদল নেতা রুপক হাসান, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হাসান, তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক সারুয়ার জাহান ও ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হয়।

আহতদেরকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ আবদুল আহাদ খানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধান মহালে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আছি, এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৬ মার্চ, ২০২২, ১২:৩৩ পিএম says : 0
    পসতুত না হয়ে যাবে কি জন্য ..............
    Total Reply(0) Reply
  • jack ali ২৬ মার্চ, ২০২২, ১২:৩৯ পিএম says : 0
    আল্লাহ এই সব নরাধম নরপিচাশ থেকে আমাদেরকে রক্ষা করো এবং এই নরম নরপিচাশদের কে আমাদের দেশ থেকে বিতাড়িত করে দাও এবং আল্লাহ তুমি তুমার আইন দিয়ে আমাদের দেশ চালাও তাহলে আমরা একটু শান্তিতে বসবাস করতে পারব
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ