ক্ষতবিক্ষত গ্রামীণ সড়ক

ক্ষতবিক্ষত পঞ্চগড়ের বিভিন্ন কাঁচা-পাকা সড়ক। ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা-ভ্যান, অটো, সিএনজি, বাস ও ট্রাক।
নেত্রকোনা জেলা সংবাদদাতা : ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে গতকাল রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ডিপ্লোমা কৃষিবিদদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশনের সভাপতি মোঃ ইসলাম উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ সায়েদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অসিত ঘোষ, উপদেষ্টা সুব্রত ঘোষ ও মশিফুর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।