Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিলা কুনিস-অ্যাশটন কুচার দম্পতিকে কৃতজ্ঞতা জেলেনস্কির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:১২ এএম

হলইউডের মিলা কুনিস-অ্যাশটন কুচার দম্পতিকে তার দেশের মানুষের পাশে দাঁড়াবার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। ইউক্রেনীয় বংশোদ্ভূত কুনিস এবং তার স্বামী কুচার গোফান্ডমি তহবিলের জন্য ৩৫ মিলিয়ন ডলার সংগ্রহ করে দিয়েছেন। জানা গেছে তাদের লক্ষ্যমাত্রা ছিল ৩০ মিলিয়ন ডলার। জানা গেছে ৭০ হাজার মানুষ এই তহবিলে দান করেছে। সবচেয়ে বড় দাতারা- তহবিল সংগ্রহের পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে- ওরাকল কর্পোরেশন; সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যিনি ৫ মিলিয়ন দান করেছিলেন এবং ধনকুবের রন কনওয়ের পরিবার দান করেছে আড়াই মিলিয়ন দান করেছিলেন। কুনিস জানান, তারা তহবিল সংগ্রহ অব্যাহত রাখবেন। কুনিস, যিনি ইউক্রেনের চেরনিভতসিতে জন্মগ্রহণ করেছিলেন এবং যার পরিবার ১৯৯১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিল- এবং তার স্বামী ৩ মিলিয়ন পর্যন্ত অনুদানের পরিকল্পনার সাথে ৩ মার্চ ইউক্রেন তহবিল সংগ্রহের প্রচারণা শুরু করেছিলেন। তারা ইউরোপীয় জাতি এবং “সমগ্র মানবতার” উপর “অন্যায় আক্রমণ” করার জন্য রাশিয়ার নিন্দা করেছে। তিনি তখন বলেছিলেন যে, তাদের জনহিতকর কাজের লক্ষ্য “শরণার্থী প্রচেষ্টা এবং মানবিক সহায়তার উপর অবিলম্বে প্রভাব ফেলা”।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলা কুনিস-অ্যাশটন কুচার দম্পতিকে কৃতজ্ঞতা জেলেনস্কির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ