মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) ও মমিন সরকার (৩০) নামে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ
ঝিনাইদহ সদর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বাজার গোপালপুর বালুর মাঠ থেকে সোনিয়া নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, সকালে বাজার গোপালপুর বালুর মাঠে অজ্ঞাত এক নারীর লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এর পর পুলিশ ও সিআইডির পৃথক দল ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে।
সিআইডি ঝিনাইদহের ইন্সপেক্টর পলাশ গোলদার জানান, আঙুলের ছাপের মাধ্যমে ওই নারীর পরিচয় নিশ্চিত করা গেছে। তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরীক্ষার পর জানা যাবে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।