Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হচ্ছে। মেজবাউর রহমান সুমনের চিত্রনাট্য রচনায় নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। নাটকটিতে অভিনয় করেছেন- তারিন জাহান, অপূর্ব, উর্মিলা শ্রাবস্তী কর, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, ইফফাত তৃষা, ডলি জহুর, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, জয়রাজ, আনিস, এনামূল হক বাচ্চু প্রমুখ। ‘দেশের উত্তর প্রান্তে হিমালয়ের পাদদেশের ছোট্ট ছিমছাম এক শহরের সাধারন মেয়ে জয়া। বাবা মা আর কলেজ পড়ুয়া ছোট বোনকে নিয়ে জয়াদের পরিবার। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের দোকানটাই তাদের একমাত্র অর্থ যোগানের উৎস। হঠাৎ চোখ নষ্ট হয়ে যাওয়ায় নিজের চিকিৎসা ও পরিবারের খরচ মেটাতে বাবা গোপনে ব্যাংকের কাছে দোকান আর বাড়ি বন্ধক রাখে। মেকানিকের অভাবে সে দোকান যখন বন্ধের পথে, তখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নেয় জয়া। ছোটবেলা থেকে বাবার কাছে শেখা বিদ্যা আর পলিটেকনিকে পড়াশোনার জোরে ব্যবসা আবার মাথা তুলে দাঁড়ায়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ