রাজাপুরে বঙ্গোপসাগরের নিম্নচাপ ও ভারিবর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় হঠাৎ করে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ৫৪ টি গ্রাম সহ রাজাপুর উপজেলা শহরের বাগানবাড়িতে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বঙ্গোপসাগরে
কলাপাড়ায় বাড়ির উঠানে গাছের নীচে চাপা পড়ে মারা গেছে পাঁচ বছরের শিশু তাহমিদ। মঙ্গলবার দুপুরের দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ মালয়েশিয়া প্রবাসী শাহজালাল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্র ও ইউপি সদস্য আবদুর রহমান এ প্রতিনিধিকে জানায়, ঘটনার সময় গাছ কাটা শ্রমিকদের নিয়ে বাড়ির উঠানে গাছ কাটতে ছিলেন নিহত শিশুর চাচা জসিম ফকির। এসময় দড়ি টেনে কাটা গাছের অংশ নামানোর সময় তাহমিদ ঘর থেকে নেমে উঠানে দৌড়ে গেলে সে গাছের নীচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ খায়ের সাংবাদিকদের বলেন, গাছ চাপা পড়ে শিশু মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।