Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহাকাশে শান্তিপূর্ণ সহাবস্থানের নজির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

ক্রমবর্ধমান উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার তিন মহাকাশচারী একসঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। নিচে মর্ত্যে অবস্থা যা-ই হোক, অন্তত জ্ঞানচর্চার ক্ষেত্রে অবশ্য তারা নিকট মহাকাশে শান্তিপূর্ণ সহাবস্থানের নজির রেখে আসছেন অনেক দিন ধরেই। যুক্তরাষ্ট্রের নাসার মহাকাশচারী মার্ক ভান্দে হেই এবং রুশ নভোচারী আন্তন শকাপলরভ এবং পিওতর দুব্রভকে নিয়ে রাশিয়ার সয়ুজ নভোখেয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীর উদ্দেশে রওনা হচ্ছে। চার ঘণ্টা পর তাদের কাজাখস্তানে অবতরণ করার কথা। মহাকাশে রুশ-মার্কিন সহযোগিতার ভাগ্য নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে যৌথ এ সফর হচ্ছে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরের দিন ২৫ ফেব্রুয়ারি রুশ মহাকাশ সংস্থার মহাপরিচালক দিমিত্রি রোগোজিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএসএস-এ সহযোগিতা ‘নষ্ট’ করার চেষ্টা করার অভিযোগ তুলেছিলেন। রোগোজিন বলেছিলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সহযোগিতা বন্ধ করলে আইএসএসের কক্ষপথ নিয়ন্ত্রণ করার কাজটিতে সমস্যা হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাকাশে শান্তিপূর্ণ সহাবস্থানের নজির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ