Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

৫৭৪ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিলো বিএটিবি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) সাভার কারখানায় ৫৭৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পরিচালনা পরিষদ এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ বিনিয়োগে কোম্পানির উৎপাদন সক্ষমতা বাড়বে। পাশাপাশি রফতানির সুযোগ তৈরি হবে। বিএটিবি জানিয়েছে, কোম্পানির নিজস্ব অর্থে এবং ব্যাংক অর্থায়নে এ বিনিয়োগ করা হবে।
বর্তমানে এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৪০ কোটি টাকা। ২০১৮ ও ২০২০ সালের জন্য ২০০ শতাংশ করে বোনাস লভ্যাংশ দিয়ে কোম্পানিটি মূলধন গত তিন বছরে ছয়গুণে উন্নীত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫৭৪ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিলো বিএটিবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ