অভিবাসী ক্রসিং নিয়ে আলোচনায় ব্যর্থ বরিস জনসন এবং ম্যাখোঁ
জি৭ শীর্ষ সম্মেলনে বরিস জনসন এবং ইমানুয়েল ম্যাখোঁ ইংলিশ চ্যানেল অতিক্রম করার জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার অভিবাসীর বিষয়ে আলোচনায় ব্যর্থ হয়েছেন। ব্রিটিশ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশ দুটির প্রেসিডেন্ট ইস্তাম্বুলে বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আজ শুক্রবার জুমার নামাজ শেষে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান।
এরদোগান বলেন, চলমান নেতিবাচক বিষয় ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির কাছে ইতিবাচক করতে পারলে আমাদের খুব ভালো লাগবে।
এর আগে মঙ্গলবার রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা ইস্তামবুলে আলোচনায় বসেন। ওই আলোচনায় কিয়েভ এবং চেহেরনিভ শহরে রাশিয়া আক্রমণ কমানোর ঘোষণা দেয়। যদিও পরবর্তীতে ইউক্রেন অভিযোগ করছে, রাশিয়া তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।