Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় জার্মানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৫ এএম

রাশিয়ার কালিনিনগ্রাদে থাকা ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইল থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা চিন্তা করছে জার্মানি। শনিবার জার্মান সাপ্তাহিক ওয়েল্ট আম সোন্নাগ এই খবর জানিয়েছে। জার্মানির চিফ অব ডিফেন্স এবারহার্ড জোর্ন সাপ্তাহিকটিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র পশ্চিম ইউরোপের প্রায় সব এলাকায় পৌঁছাতে সক্ষম। আর এই হুমকি মোকাবিলায় কোনও প্রতিরক্ষা ওই অঞ্চলে নেই। এবারহার্ড জোর্ন বলেন, ‘ইসরাইল এবং আমেরিকান এই ধরনের সিস্টেম রয়েছে। কোনটি আমরা বেছে নেবো? আমরা কি ন্যাটোর জন্য সামগ্রিক কোনও (ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা) সিস্টেম সংগ্রহ করবো? এখন আমাদের এই প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন।’ জার্মানির চিফ অব ডিফেন্স সুনির্দিষ্টভাবে কোনও সিস্টেমের নাম উল্লেখ করেননি। তবে ধারণা করা হচ্ছে ইসরাইলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি অ্যারো ৩ এবং যুক্তরাষ্ট্রের রায়থনের তৈরি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা বিবেচনা করছে জার্মানি। ২০১৮ সালে রাশিয়া জানায় তারা কালিনিনগ্রাদে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদে মোতায়েন করা ইস্কান্দার একটি ভ্রাম্যমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর কয়েক দিনের মাথায় জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ জানান তার দেশ প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে জিডিপির ২ শতাংশে উন্নীত করবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চায় জার্মানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ