চট্টগ্রামে পুলিশের কবজি বিচ্ছিন্নকারী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

কুপিয়ে পুলিশ কনস্টেবলের হাত থেকে কবজি বিচ্ছিন্নের ঘটনায় মূল অভিযুক্ত কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে
টঙ্গী সংবাদদাতা : গাজীপুরের টঙ্গী উপজেলার আরিচপুর এলাকায় গণপিটুনিতে আহত দোকান কর্মচারী বাবু (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত বাবুর দোকান মালিক রাব্বি বলেন, আরিচপুর এলাকায় আমার একটি দোকান আছে। সেই দোকানের কর্মচারী হলেন বাবু। শুক্রবার দুপুরে কাজের উদ্দেশে বের হয় সে। এ সময় স্থানীয় ইমরান ও আকরামসহ পাঁচজন যুবক তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে মৃত্যু হয়। তবে কেন তাকে ওই যুবকরা পিটিয়েছে তা জানা যায়নি।
বাবুর গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জর দাশপাড়া এলাকায়। সে নওয়াব আলীর ছেলে। টঙ্গী উপজেলার আরিচপুর এলাকায় ভাড়া থেকে দোকানে সে কাজ করতো।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।