দিনের তাপমাত্রা কমবে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস
গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রায় পুড়েছে দেশের ময়মনসিংহ জেলা। আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়
রমজানের ৪র্থ দিনে নগরীর ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে এবং মানসম্মত ইফতারের ক্রয়-বিক্রয় মনিটরিংয়ের উদ্দেশ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং হামিদা মুস্তফা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতার পণ্যের গুনগত মান, কারখানার পরিবেশ ও লাইসেন্স বিষয়ক তদারকি করা হয়। এসময় ওজন ও পরিমাপ মান দন্ড আইন, ২০১৮, বিএসটিআই আইন, ২০১৮ আইন অনুসারে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য দোকানীদের এবং কারখানা মালিকদের যথাযথ নির্দেশ দেন কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।