Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আলিবাবার ৫ মিনিটে শতকোটি ডলার বিক্রির রেকর্ড

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : চীনে সিঙ্গেলস ডে উপলক্ষে বিক্রির নতুন রেকর্ড গড়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। সিঙ্গেলস ডেকে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন শপিং ইভেন্ট হিসেবে গণ্য করা হয়। গত বছর এই দিনে আলিবাবার বিক্রি ১ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছেছিল। এবার বিক্রি শুরুর প্রথম কয়েক ঘণ্টাতেই সেই রেকর্ড ভেঙে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুরুতে মাত্র পাঁচ মিনিটেই বিক্রির পরিমাণ শতকোটি ডলার ছাড়িয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। রয়টার্স জানায়, ই-কমার্স জায়ান্ট আলিবাবা ২০০৯ সাল থেকে সিঙ্গেলস ডে পালন করে আসছে। চীনের খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সিঙ্গেলস ডে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। নভেম্বরের ১১ তারিখ দিনটি পালিত হয় বলে একে ‘সেভেন ইলেভেন’ও বলা হয়ে থাকে। এই বিশেষ দিনে দেশটিতে বিক্রির পরিমাণ অভূতপূর্বভাবে বেড়ে যায়। এর মূল কারণ এ সময় চীনের জনগণ স্বল্পমূল্যে পণ্য কেনার সুযোগ পান। সেজন্যই নিজেদের প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য কিনতে এই ‘স্পেশাল অফারের’ জন্য অপেক্ষায় থাকেন চীনের সাধারণ ভোক্তারা। বর্তমানে অনলাইনে পণ্য কেনার চল জনপ্রিয় হওয়ায় আলিবাবার মতো প্রতিষ্ঠানগুলোর বিক্রির পরিমাণও তাই দিনকে দিন বেড়েই চলেছে। এ বছর সিঙ্গেলস ডের প্রথম ঘণ্টায় ৫০০ কোটি ডলারের বিক্রি হয় আলিবাবাতে। গত বছর একই সময়ে বিক্রির পরিমাণ ছিল এর অর্ধেক। যুক্তরাষ্ট্রের অন্যতম অনলাইন কেনাকাটার দিন হলো সাইবার মানডে। বিক্রি বিবেচনায় সাইবার মানডের তুলনায় অনেক এগিয়ে আছে চীনের সিঙ্গেলস ডে। এবার অনলাইনে কেনাকাটায় কী রকম ভিড় ছিল তা ধ্বনিত হয় এক তরুণীর কথায় ‘আমি দুটি কোট কিনতে চেয়েছিলাম। বিশেষ ছাড় থাকায় আমার আগ্রহ ছিল বেশি। কিন্তু প্রথম তিন মিনিটেই সব কোট বিক্রি হয়ে যায়’। তিনি বলেন, সিঙ্গেলস ডে উপলক্ষে প্রায় ৩১৫ ডলার খরচ করেছেন তিনি। ‘সঞ্চিত অর্থ প্রায় পুরোটাই শেষ। সামনের দিনগুলোতে তাই কঠিন সময়ই অপেক্ষা করছে আমার জন্য। সিঙ্গেলস ডের এই বিপুল কেনাকাটার কারণে চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করাটা ভুল হবে। বর্তমানে দেশটির অর্থনীতি ধীরগতিতে চলছে। মূলত অর্থ বাঁচানোর জন্যই বিশেষ ছাড়ের সুযোগ গ্রহণ করতে এ দিনে চীনে কেনাকাটার পরিমাণ বেড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলিবাবার ৫ মিনিটে শতকোটি ডলার বিক্রির রেকর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ