Inqilab Logo

রোববার, ০৩ জুলাই ২০২২, ১৯ আষাঢ় ১৪২৯, ০৩ যিলহজ ১৪৪৩ হিজরী
শিরোনাম

সিলেটে অগ্নিকান্ডে পুড়েছে বসতঘর ও দোকান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২২, ৪:৩২ পিএম

অগ্নিকান্ডের ঘটনা ঘটলো আবারও সিলেটে। এবার শহরতলির মালনীছড়া চা বাগানের একটি বসতঘর ও দোকান আগুনে পুড়েছে। আজ শনিবার (৯ এপ্রিল) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে নিয়ন্ত্রণে আনে আগুন। আগুনে অন্ততঃ ক্ষয়ক্ষতি হয়েছে ৫ লাখ টাকার। আগুনে একটি সেমিপাকা বসতঘরে থাকা আসবাবপত্র ও একটি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। তবে ঘটেনি কোনো হতাহতের ঘটনা। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তালতলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, দুপুর ১১ টা ৫৩ মিনিটে ফোন পেয়ে আমাদের দুটি ইউনিট সেখানে যায়। আধা ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এ ঘটনায় ঘটেনি কোনো হতাহতের ঘটনা। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ